শান্তিগঞ্জে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র কমিটি গঠন
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।এতে পাগলা গনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুলন রানী তালুকদারকে সভাপতি এবং পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নার মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত বুধবার (২৪ জুন) দুপুর ২ টায় গনিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরী সভায় উপস্থিত সকল শিক্ষকদের মতামতের বৃত্তিতে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটিতে সহ:সভাপতি জাহাঙ্গীর আলম শিবপুর বে: প্রা:বি:,সহ:সভাপতি সবিতা রানী দাশ নান্দনিক পাঠশালা বেঃপ্রাঃবিঃ , সহ:সাধারণ সম্পাদক শেলী রানী তালুকদার ইনাতনগর বে:প্রা:বি:,কোষাধ্যক্ষ বীনতি সুত্রধর চন্দ্রপুর বে:প্রা:বি:সহ:,কোষাধ্যক্ষ ঝড়না বেগম মাহমদপুর বে:প্রা:বি:,সাংগঠনিক সম্পাদক আলী আকমান ডুংরিয়া নোয়াগাও ১ বে:প্রা:বি:সহ:,সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ শিবপুর বে:প্রা:বি, প্রচার সম্পাদক রাজিব কান্তি দে চুড়খাই প্রসন্ন কুমার দে বে:প্রা:বি:,সহ:প্রচার সম্পাদক এবাদুর রহমান তুহিন পশ্চিম পাথারিয়া শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নিজাম উদ্দিন ডুংরিয়া দক্ষিণ বে:প্রা:বি:সহ:,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রেহেনা বেগম ক্রীড়া সম্পাদক আলতাব আলী খুদিরাই বে:প্রা:বি:,মহিলা বিষয়ক সম্পাদক -পপি বেগম ধলমৈশা বে:প্রা:বি:,সহ:মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম নোয়াগাও বে:প্রা: বি:,কার্যকরী সদস্য নাজমুল হাসান,মিন্টু সুত্রধর,অসিত সুত্রধর,জোৎস্না বেগম,সুখী রানী দাশ।