পাবনায় জিআর চালের অপব্যবহার: নির্বাচনী প্রচারণায় ব্যবহারের অভিযোগ, কাঠগড়ায় শিমুল বিশ্বাস
ষ্টাফ রিপোর্টার মোঃ আব্দুল্লাহ আল মুমিন
পাবনায় সরকারি জিআর (গভর্নমেন্ট রিলিফ) প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চালের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই চাল দলীয় ব্যানার ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং আসন্ন নির্বাচনী প্রচারণায় তা কাজে লাগানো হচ্ছে। অভিযোগের তীর সরাসরি বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দিকে।
সরকারি নীতিমালা অনুযায়ী, জিআর প্রকল্পের চাল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। তবে সম্প্রতি পাবনার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে, এই জনকল্যাণমূলক প্রকল্পের চালের অপব্যবহার করে এক শ্রেণির অসাধু ও কুচক্রী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা শিমুল বিশ্বাস তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জিআর প্রকল্পের চাল ব্যবহার করছেন, যা সরকারি নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন। দলীয় ব্যানারে এই চাল বিতরণ করে তিনি রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
জিআর চালের এমন অপব্যবহারের ফলে প্রকৃত অভাবী ও দুস্থ মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিতরণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা প্রকটভাবে সামনে আসছে।
এ বিষয়ে জানতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এ বিষয়ে বলেন, জিআর চাল যদি কেউ অন্যায় ভাবে দলীয় ব্যানারে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়ে থাকে সেটি সম্পূর্ণ এবং অযৌক্তিক। সেটি তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুক ব্যবস্থা নেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায়, এমন জনগুরুত্বপূর্ণ প্রকল্পের চালের অপব্যবহার চলতেই থাকবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য অশনি সংকেত।