স্টাফ রিপোর্টার আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাদীন, টাংগাব ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কারা নির্যাতিত নেতাদের, পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) টাংগাব ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মেম্বার এবং সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাংগাব ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম ভূইয়া, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম দিলী, টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক মেম্বার কালাম, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহজাহান খান, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি শারফুজ জামান, এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরোও বক্তব্য রাখেন,
পাগলা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, ছাত্রদল নেতা সাগর মিয়া, সেচ্ছাসেবক দলের সাবেক নেতা বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হৃদয় মিয়া, পাগলা থানা যুবদল নেতা সুমন মিয়া, যুবদল নেতা ইউসুফ খান, সাবেক ছাত্রনেতা কামরুল খান, যুবদল নেতা রুবেল শেখ, সাবেক যুবদল সভাপতি কামরুজ্জামান বাচ্চু, যুবদল নেতা নুরুন্নবী, ওয়ার্ড সাধারণ সম্পাদক মির্জা শাহজাহান, কৃষক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রনেতা মিনহাজ মিয়া, যুবদল নেতা আকরাম মিয়া, বিএনপি নেতা বিল্লাল আলী,
বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বহু নেতাকর্মী বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারা নির্যাতনের শিকার হয়েছেন। এই পুনর্মিলনী তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে নতুন করে ঐক্য ও উদ্দীপনার সূচনা করবে।
এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ত্যাগী নেতাদের সম্মান ও ঐক্যের প্রতীক। পুনর্মিলনীতে টাংগাব ইউনিয়নের বিভিন্ন স্তরের ত্যাগী নেতাকর্মী উপস্থিত থেকে পুরনো দিনের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।