মোঃ হেলাল উদ্দিনউ,পজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জালাল মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তাকে শেরপুর জেলা সদর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাতে বারোমারী বাজার এলাকায় ভবঘুরে এক তরুণীকে ধর্ষণ করে জালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তি ওই রাতে তরুণীকে ধর্ষণকালে বাজারের পাহারাদার রেজাউল করিম ও অন্যান্যরা তাকে হাতেনাতে আটক করলেও, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি হস্তক্ষেপ করে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। এ ঘটনায় বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকে অভিযুক্ত জালাল মিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শেরপুর জেলা সদরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, “মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”