পত্নীতলা থেকে রাশেদ আলী স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁ পত্নীতলার মধইল বাজারের সুবুরাজপুর ইউনিয়নের আখিরা গ্রামের ১০জন স্কুল ছাত্র ও ছোট বাচ্চারাও ফ্রী ফায়ার খেলার প্রতিযোগিতা জমিয়েছে তরুণ প্রজন্মের ছেলেরা।
তরুণ প্রজন্মকে এই ফ্রী ফায়ার খেলাই ধংস করতেছে দেশর তারুণ। ফ্রী ফায়ার খেলার জন্য ওদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
একজন মুরুব্বী কে জিজ্ঞাসা করলে আমাকে জানান এই খেলার জন্য বাবা মার সঙ্গে।
টাকার জন্য ঝগড়া মারামারি ও পরিবারে অশান্তি লেগেই আছে।
ওদের আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি লেখাপড়া করো না।
হা আঙ্কেল আমরা স্টুডেন্ট তাহলে এগুলো খেলছো কেন। আঙ্কেল আজকে আমাদের স্কুল নেই এর জন্য বসে একটু খেলতেছি।
আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারকে ও শিক্ষা উপদেষ্টাকে। এই তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে ফ্রী ফায়ার সফটওয়্যার টি বন্ধ করতে হবে।