মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ৩৮নং মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সমাবেশ আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন, ইউনিফর্ম বিতরণ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন, মেধা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
শামীম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার আফরোজা খাতুন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ সম্পাদক শেখ সোহাগ, সহকারি শিক্ষা অফিসার কাজল কর, দেবাশীষ সিংহ, সানজিদা আক্তার, আবুল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সাইদুর রহমান, বিদ্যালয়ের সভাপতি শামীম বেপারী, সাবেক সভাপতি নুর ইসলাম বেপারী, অভিভাবক প্রতিনিধি বি এম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এই এলাকাটা অনেক সুন্দর, সুন্দর এলাকার মানুষ গুলো। এসব সুন্দরের সাথে সাথে সবার পড়াশুনাটা সুন্দর হতে হবে। এই স্কুলের সব শিক্ষার্থীকে ভালো ইংলিশ জানতে হবে, অংক জানতে হবে। সবার প্রতি দোয়া ও ভালোবাসা।