হোসেন হাওলাদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধ পলিথিন দোকানে রাখায় ৩ ব্যাক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াজেদ ওয়াসীফ উপজেলার আলদি বাজারে সোমবার (৩০ জুন) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৩ জনকে ১৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় ১৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াজেদ ওয়াসীফ বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করায় ৩ জনকে মোট ১৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানের সময় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্য পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার বন্ধে বাজার মনিটরিং করা হয় ও পলিথিনের ব্যবহারের বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়েছে।