শাব্বীয আহমদ শিবলী বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ
অদ্য ৩০/০৬/০২৫ সোমবার বাদ এশা স্থানীয় এক মসজিদে জমিয়ত উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলাধীন ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং-২০২৫ কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বানিয়াচং উপজেলা শাখার সেক্রেটারি মুফতী আমীর আহমদের সঞ্চালনায় হাফেজ আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে হাফেজ আফফান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল জলিল ইউসুফী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ ইকবাল হুসাইন সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান সহ-সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম উপজেলা শাখার কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী জমিয়তের অন্যতম দায়িত্বশীল মাওলানা আবুল কাশেম ৩নং ইউপি জমিয়তের সভাপতি হাজী ইমরান আহমদ হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সেক্রেটারি শেখ বশির আহমদ যুব জমিয়তের বানিয়াচং উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ শহিদুল ইসলাম ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিউল ইসলাম সহ-সভাপতি ইসলাম উদ্দিন মনসুর সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী বৃন্দ প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্যে জমিয়তের ইতিহাস স্মরণ করিয়ে বলেন জমিয়ত বর্তমানে ১০৬ বছরে পা রেখেছে। জমিয়ত প্রতিষ্ঠা হয়েছিল দারুল উলুম দেওবন্দের তখনকার সময়ের বিশ্ববিখ্যাত বুজুর্গদের মাধ্যমে। উল্লেখ্য যোগ্যদের মধ্যে শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী, আওলাদে রাসূল শায়খুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী মুফতি কিফায়াতুল্লাহ শায়খুল ইসলাম শাব্বীর আহমদ উসমানী প্রমুখ বুজুর্গ উলামায়ে কেরাম।
জমিয়তের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি জমিয়ত নীতি ও আদর্শের ব্যাপারে আপসহীন রয়েছে। দ্বীন ও মিল্লাত এবং দেশে ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতেও জমিয়ত তার নীতি আদর্শের উপর অবিচল থেকে সমাজের সকল প্রকার অন্যায় অবিচার জুলুম দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে। ইনশাআল্লাহ!
সকলের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মুফতী আমীর আহমদ সেক্রেটারি উপজেলা জমিয়ত।
সভাপতি হাফেজ আনোয়ার হোসেন সুমন সেক্রেটারি মাওলানা জমির আলী সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওদুদ প্রচার সম্পাদক হাফেজ হুসাইন আহমদ অর্থ সম্পাদক আলা উদ্দিন অনন্যা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য-গত ২৩/০৬/২৫, ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন,২৮/০৬/২৫,২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন,২৯/০৬/২৫,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন বানিয়াচং উপজেলাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন হয়েছে।