মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
কানাডা যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার ভোর পৌনে চারটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে রওনা হবেন। বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে পথে তিনি ইস্তাম্বুলে একবার যাত্রাবিরতি করবেন।
ডা. শাহাদাত হোসেন আগামী ২২ জুলাই টরন্টো থেকে বিমানের বিজি-৩০৬ ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে। এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় রওনা হন। এসময় তাকে বিমানবন্দরে বিদায় জানান প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিক কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।