বাগমারা উপজেলা, প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাদের একমাত্র রাজনৈতিক আশ্রয়স্থল। এই মহান দলকে শক্তিশালী করতে আমাদের প্রত্যেককে আরও বেশি দায়িত্বশীল, সংযমী ও ঐক্যবদ্ধ হতে হবে
এই প্রেক্ষাপটে আপনাদের সবার প্রতি বিনীত আহ্বান—
ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দল, দলের নীতিমালা অথবা কোনো নেতাকর্মী সম্পর্কে কুৎসা রটানো বা বিভ্রান্তিকর মন্তব্য থেকে সবাই বিরত থাকুন।
বিবেকবর্জিত কোনো বক্তব্য বা অযাচিত মন্তব্য আমাদের দলকে বিভক্ত করে, লাভ নয়—বরং ক্ষতি করে।
আমরা সবাই জানি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির প্রতিটি নেতাকর্মী কম-বেশি মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়েছেন। কে কতটুকু ত্যাগ করেছেন, তা সময়ই প্রমাণ দেবে।
নিজের গুণগান করার চেয়ে দলকে একসঙ্গে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে জরুরি।
আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রতিটি উপজেলায় দলের নেতৃত্ব পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বশীলদের কার্যক্রম নিবিড়ভাবে লিপিবদ্ধ রাখছেন।
তাই পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়, আসুন দলকে বাঁচাই, দেশকে রক্ষা করি।
জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বিএনপি কেউই নিরাপদ নয়।
এই বাস্তবতাকে উপলব্ধি করে আমরা যেন সবাই আরও ঐক্যবদ্ধ হই, সহনশীল হই, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই।
এটাই সময়—স্বার্থ নয়, আদর্শের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার।
বিনীত—অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব, বাগমারা উপজেলা বিএনপি,এমপি প্রার্থী, রাজশাহী-৪ (বাগমারা)