দেশি-বিদেশি অস্ত্র*সহ অপহরণকারী মূল হোতা আ*টক
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি স্টার রিপোর্টার :
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় করে জায়েদ হোসেন ফারুক নামে অপহরণকারী চক্রের এক মূল হোতাকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও র্যাবের পোশাক উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহ নামের এক ব্যক্তিকে র্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এ ঘটনার মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রাম থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি গুলি, ৪টি র্যাবের কটি, নকল র্যাব আইডিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।