ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো ভবানীপুরের হাডুডু খেলা।
মো: মাহবুবুল আলম । উপজেলা প্রতিনিধি। ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কাঁকড়ার চালা বাজারে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা।
খেলাটি পরিচালনা করেন করেন অভিজ্ঞ রেফারি তোফাজ্জল হোসেন।ভবানীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের খেলোয়ারদের মধ্যে খেলার টি অনুষ্ঠিত হয়। ইয়থ ক্লাবের সভাপতি “শীতল মন্ডল” খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্মানিত সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ফুলবাড়িয়া বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন। ভবানীপুর ইউনিয়নের ৫ নং এবং ৯ নং ওয়ার্ডের খেলোয়ারদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে আব্দুল মুন্নাফ খাইরুল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য শেষে খেলায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। খেলায় ৯নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।