মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার
সিএমপি'র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ টি মামলার আসামী মোঃ সবুজ ও প্রকাশ বার্মা সবুজ তার ২ সহযোগী সহ গ্রেফতার
গত ২৭/০৬/২০২৫ ইং তারিখ রাত ১০.০০ ঘটিকার সময় আসামী মোঃ সবুজ প্রকাশে বার্মা সবুজ (৩৬) এর নেতৃত্বে অপর সহযোগী আসামী সুমন খান ও মোঃ জনি সহ অজ্ঞাতনামা ১২/১৩ জন বাদী মোহাম্মদ ইউসুফ বর্তমান ঠিকানার বাসায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া প্রবেশ করে ত্রাস সৃষ্টি করতঃ তাকে সহ বাড়ীর ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে তার নিকট হতে আসামী মোঃ সবুজ প্রকাশ বার্মা সবুজ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে বাদীর উক্ত বিল্ডিং এর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ বাদীকে হত্যার হুমকি ধমকি প্রদান করে।
পরবতীর্তে ২৮/০৬/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদীর বিল্ডিং এ নির্মাণ কাজ চলাকালীন আসামী মোঃ সবুজ @ বার্মা সবুজ এর নেতৃত্বে আসামী সুমন খান ও মোঃ জনি সহ অজ্ঞাতনামা ১২/১৩ জন পুনরায় বাদীর বর্তমান ঠিকানার বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া প্রবেশ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করতঃ ত্রাস সৃষ্টি করে নির্মাণাধীন বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করে দেয় মর্মে এই অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৫২, তাং-২৮/০৬/২০২৫ ইং, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন আইন, ২০১৯) এর ৪/৫ রুজু করা হয়।
অতঃপর বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী ও এসআই/শাহনেওয়াজ সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৮/০৬/২৫ তারিখে বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ এলাকায় অভিযান পরিচলনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ৩৫ টি মামলার আসামী মোঃ সবুজ ও প্রকাশে বার্মা সবুজ কে তার ২ সহযোগী সুমন খান ও মোঃ জনি সহ গ্রেফতার করেন। আসামীরা বিভিন্ন তারিখ ও সময়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ পাঁচলাইশ, খুলশী থানা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ ভাবে চাঁদাবাজী ও জায়গা দখল ও আদিপত্য বিস্তার করে আসছিল। আসামীরা পেশাদার অপরাধী, দখলবাজ, চাঁদাবাজ প্রকৃতির লোক এবং আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে ত্রাসসৃষ্টি করে এবং ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অপর আসামীদ্বয়ের বিরুদ্ধেও এক বা একাধিক মামলা হয়েছে।