হেলাল উদ্দিন,
শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া (২৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার (২৭ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
আটক সুজন মিয়া নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সালেমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান করা ২৫১ বোতল মদসহ সুজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারতীয় মদ এনে এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”