জুবায়ের হাসান
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরাঞ্চল একটি দুর্গম ও নদীভাঙনপ্রবণ এলাকা। এখানকার মানুষদের জীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলে, আর সবচেয়ে বেশি কষ্টে থাকে এখানকার শিশুরা। শিক্ষার সুযোগ সীমিত, নেই ভালো স্কুল বা শিক্ষকের পর্যাপ্ত উপস্থিতি। অনেক শিশুই স্কুলে যেতে পারে না শুধু পথের কষ্ট বা নদী পার হওয়ার ঝুঁকির কারণে।
তবুও এই শিশুরা স্বপ্ন দেখে — কেউ হতে চায় ডাক্তার, কেউ শিক্ষক, কেউবা সাংবাদিক। চরাঞ্চলের পাথরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বলে, "আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, যেন আমাদের মতো শিশুরা লেখাপড়া শিখতে পারে।"
চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। ছোটোখাটো রোগ হলেও পার হতে হয় কিলোমিটার পর কিলোমিটার। আবার অনেকে অর্থের অভাবে চিকিৎসা পায় না। বিশুদ্ধ পানির অভাব এবং বর্ষাকালে বন্যার সময় নিরাপদ আশ্রয়ের অভাব তাদের জীবনের একটি বড় সমস্যা।
তবে আশার আলোও আছে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন অল্প পরিসরে সুবিধা বঞ্চিত ও এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা করে যাচ্ছেন। চরাঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়ছে ধীরে ধীরে।
সরকার ও সমাজের সকলের সহযোগিতায় যদি এই শিশুদের পাশে সবাই দাঁড়ায়, তাহলে একদিন এই শিশুরাও আলোর মুখ দেখতে পাবে — সেই আশায় বুক বেঁধে আছে চরাঞ্চলের প্রতিটি শিশু।