মধ্যম চাঁদপুর – লেমুয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ বে-দখল থেকে উদ্বার করার প্রশানের সহায়তা চাই এলাকাবাসী।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী সদর উপজেলা ৯ নং লেমুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ধোপা-পুকুর) অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজোড়িত, শহীদ জিয়া স্মৃতি সংসদ আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।স্হানীয় জনগনের দাবী রাজনৈতিক প্রতিহিংসা প্রারায়ণ আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ শহীদ জিয়ার স্মৃতি বিজোড়িত ক্লাব টি দখল করে নেন।ক্লাব টি প্রতিষ্টিত করেন ১১৯১ সালে লেমুয়া ইউনিয়নের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ্ব আবু তাহের ভুইয়া, ক্লাবটি গঠন করতে তাকে সহযোগিতা করেন লেমুয়স ইউনিয়ন ছাএদলের সাবেক সভাপতি জনাব ফেরদৌস আহমেদ কৌরাইশী লেমুয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান। ছাএনেতা নাজমুল ফয়েজ ফারুক,ছাত্রনেতা মোহাম্মদ ফজলুল মহি ভুইয়া ছাএনেতা আবু বক্কর, ছাত্র নেতা মোহাম্মদ তৌহিদলু আলম পাটোয়ারী, নাসির উদ্দিন সবুজ,ছাত্রনেতা মোহাম্মদ হানিফ, সুজল হক,সরওয়ার জাহান,মিজানুর রহমান মিজান,আলা- উদ্দিন,জালাল আহমেদ ভুইয়া,কামাল উদ্দিন,কৃঞ্চলাল,প্রবিন রাজনৈতিক ব্যক্তি মরহুম সামছুল হক ভুঁইয়া, মরহুম শাহ জাহান মিয়া ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্টাতা উক্ত ক্লাবের জায়গাটি ছিল সরকারী খাস ভুমি সেখান থেকে ১ শতক জমি শহীদ জিয়া স্মৃতি সংসদের নামে ভুমি জরিপে রেকর্ড বুক্ত করা হয়েছিল। বিগত আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর যুব লীগ নেতা নুরুল আমিন এর সহায়তায় শংকর,পন্কজ গোস্বামী চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম সহ আর ও অনেকেই ক্লাবটি দখল করে নেন।এবং ভাডা দিয়ে তার ভাডা তুলে খেয়েছেন।স্হানীয় জনগণের দাবী শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজোড়িত ক্লাব টি বে – দখল থেকে উদ্ধার করার জন্য ফেনীর প্রশাসনের সহায়তায় চায়।এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ যেন আগের মত এলাকর তরুন প্রজন্মের ছেলে ও প্রবীন লোকজন আবার বসে আলাপ আলোচনা করতে পারে।
স্হনীয় জনগণ শেখ ফরিদ,সুবল,মাষ্টার অরুন দাস,নুরুল আলম সাথে আলাপ করে জানা যায় তাদের দাবী একটাই যে, কোন উপায়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবটি পুন-উদ্বার করতে হবে।