1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গীবাড়ীতে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত  কুতুব‌দিয়া থানা পুলিশের অভিযানে ওয়া‌রে‌ন্টের দুই আনামী আটক শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদের বড় চালান জব্দ কেন্দ্রীয় কৃষক নেতা হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার পানি বিতরণ করেন শান্তিগঞ্জে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র কমিটি গঠন নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধ,র্ষ,ণে,র ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার পত্নীতলায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমিয়তের প্রার্থী বাছাই চলমান:সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন –

বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক এস,এম, মাহফিজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক এস,এম, মাহফিজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা।

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সিনিয়ার শিক্ষক এসএম মাফিজুল ইসলামের অবসরজনিত কারণে গত২৪শে জুন এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসএম মাহফিজুল ইসলাম ১৯৯৩ সালের ৩০ শে মে উক্ত প্রতিষ্ঠানে সমাজ বিজ্ঞান বিভাগের বাংলা শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সুনামের সহিত তিনি কর্মকার্য শেষ করেন গত ৩ শে জুলাই২০২৫সালে। উল্লেখিত তিনি বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিনের পুত্র। তাঁর পিতা প্রতিষ্ঠানটি যখন মাধ্যমিক স্তর থেকে কলেজিয়েটের সপ্ন দেখতে থাকেন আর এই স্বপ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারই সন্তান এস এম মাফিজুল ইসলাম। ২০০২ সালে স্কুলটি কলেজে রূপান্তরিত হওয়ার সময় তার পিতার সাথে থেকে সবসময় অগ্রনী ভূমিকা রাখতেন। শুরু থেকে কিভাবে শিক্ষক ধরে রাখা যায় এবং ছাত্র ছাত্রীদের কালেকশনের ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতেন। যেহেতু প্রতিষ্ঠানটি নতুন ছিল একারণে শিক্ষকরা বিনাবেতনে শিক্ষকতা করতো মাঝেমধ্যে দেখা গেছে শিক্ষকদের অন্যত্রে চাকরি হওয়ার সুবাদে শুন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ, ছাত্র ছাত্রী কালেকশনসহ প্রতিষ্ঠানের যাবতীয় বিষয় তার পিতার সাথে সময় দিয়ে সমাধানের চেষ্টা করেছেন। তিনি সর্বসময় কলেজটি কিভাবে উন্নতির শিখরে আহোরন করতে পারে সেদিকে সর্ব সময় খেয়াল রাখতেন। এছাড়া তিনি সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। গত ৩রা জুন ২০২৫কর্ম জীবন শেষ হয়।তারই শিক্ষকতা জীবন শেষ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানে এক সংবর্ধনা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক নেহার রঞ্জন বলদার গোলদার, পুলকেশ কুমার মন্ডল, পবিত্র কুমার নন্দী, শাহাজান আলী, বলাই কৃষ্ণ মন্ডল, গীতা রানী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মিলন কুমার শীল। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিকে মাল্যদান, জায়নামাজ, তসবি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, সম্মানি ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট