জামালপুরে আবাসিক মেডিকেল অফিসারের উপর হামলাকারী ডাক্তার হিটলু আ*টক
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসারের ওপর হামলাকারী ডা. হিটলু তালুকদারকে আটক করেছে পুলিশ। শনিবার ঢাকার একটি বাসা থেকে জামালপুরের ডিবি পুলিশ তাকে আটক করেন।
হাসাপাতালের আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে গত সোমবার হাসপাতালের প্যাথলজি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডা. ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডা. শারমিন আক্তার হামলা চালায়। এতে ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি ও হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম আহত হন। এই ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত চিকিৎসক ডা. ইকরামুল হক তালুকদার হিটলু আত্ম গোপন করেন। ডক্টরস আ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ঘটনায় ডা. হিটলু তালুকদারকে আটকের দাবিতে আলটিমেটাম দিয়ে আন্দোলন করেন।
জামালপুরে ওসি (ডিবি) নাজমুস সাকিব জানায় যে, ডা. হিটলু তালুকদারকে ঢাকা থেকে আটক করে নিয়ে আসা হচ্ছে। জামালপুর সদর থানার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে।