মোহাম্মদ আব্দুল্লাহ,
খুলনা জেলার রূপসায় ধর্ষণ মামলায় ৩২ বছর সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হলো না বাদুল্লা (৪৩) মোল্লার।
সে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, শিশু ধর্ষণ মামলায় আদালত বাদুল্লা মোল্লাকে ৩২ বছর সাজা প্রদান করেন।
সাজা প্রদানের পর থেকেই বাদুল্লা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানার শিয়ালী পুলিশ ক্যাম্পের এ. এস. আই. সাধন বিশ্বাস ২৭ জুন শুক্রবার সকালে মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী এলাকা থেকে গ্রেফতার করে।