1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মিরপুরে লা,শ,বা,হী অ্যাম্বুলেন্সে ডাকাতি এলাকায় আতংক 

আসাদুল ইসলাম, প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আসাদুল ইসলাম, প্রভাতী বাংলাদেশ 

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃতের স্বজনদের কাছ থেকে ডাকাত দল প্রায় ৩২ হাজার ৬০০ টাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর মাঠে পান বরজের কাছে এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাতে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদিরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মারা যান। রাত ১০টার দিকে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে স্বজনরা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

পথে রাত ২টার দিকে দুর্গাপুর মাঠে পৌঁছালে চার থেকে পাঁচজনের একটি ডাকাত দল বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

মৃতের ভাই রফিকুল ইসলাম জানান, “আমার কাছ থেকে ২০ হাজার টাকা এবং অন্য স্বজনদের কাছ থেকে আরও ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এছাড়াও আমার ছোট বোনের কানে থাকা স্বর্ণের দুল জোরপূর্বক ছিঁড়ে নেয় তারা।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট