বিশেষ প্রতিবেদন
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে দঃবলদিয়া, রাঙ্গালীর কুটি গ্রামের ব্যাপারীটারি মডেল মসজিদের দ্বিতলা ভিওি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (২৭)জুন রোজ শুক্রবার জুম্মার নামাজের পর বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান(প্রভাষক),ব্যাপারীটারি মডেল মসজিদের ভিওি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অএ মসজিদের সভাপতি জনাব মোঃআলতাফ হোসেন, সহকারী শিক্ষক, শাহীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ আব্দুর রাজ্জাক (প্রভাষক), ইউ পি সদস্য ৭নং ওয়ার্ড, বলদিয়া। জনাব মোঃজুলমাত আলী, সাধারন সম্পাদক, ব্যাপারীটারি মডেল মসজিদ। জনাব মোঃমনছুর আলী ইমামসহ স্থানীয় গন্যমান্য ও মসজিদের মুসল্লীরা উপস্তিত ছিলেন। ভূমি জটিলতার কারনে মসজিদটির কাজ ধরতে বিলম্ব হয়। প্রতিষ্ঠানটি নির্মাণ হলে মুসল্লীরা এক সাথে নামাজ আদায় করতে পারবেন ও ইসলামি সংস্কৃতির বিকশিত হবে। ব্যাপারীটারি মডেল মসজিদের মুসল্লীরা দেশবাসি, প্রবাসী সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছেন। যোগাযোগ মোবা নং 01755471336 imo, WhatsApp.