কামাল উদ্দিন, প্রভাতী বাংলাদেশ
চট্টগ্রাম জেলার রাউজান থানার ত্রাস, শীর্ষ সন্ত্রাসী, বাকলিয়া জোড়া খুন মামলাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামী মোঃ খোরশেদ’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মামলা নং-০৩, তারিখ-০১ এপ্রিল ২০২৫ইং, ধারাঃ ৩০২/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনলা কোড ১৮৬০, মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামী মোঃ খোরশেদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ জুন ২০২৫ ইং তারিখে আনুমানিক ০০১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ খোরশেদ (৪০), পিতা-আনোয়ার হোসেন প্রাঃ বাউস্যা, সাং-পরীর দীঘির পাড়, থানা-রাউজার, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।