1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক ময়মনসিংহের গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় মুন্সীগঞ্জে পদ্মায় স্রোতের তীব্রতা কমছে না, ভাঙছে দিঘিরপাড়, রাখিকান্দি ও শম্ভুহালদারকান্দি লোহাগাড়ায় সড়ক দু,র্ঘ,ট,নায় এক ব্যক্তির ম,র্মাহ ত অবস্থা সা,জা,প্রাপ্ত আ,সামি আ,বুল উজ্জ্বল ২৮ বছর পর পুলিশের হাতে গ্রে,ফ,তার বগুড়ায় ঘুমন্ত যুবককে তুলে নিয়ে দু,র্বৃ,ত্ত,দের ছু,রি,কাঘাতে হ,,ত্যা গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পেটের ক্ষুধায় নন-এমপিও শিক্ষকদের মৃ,,ত্যু — বেতনপ্রাপ্তদের নিয়েই ব্যস্ত কর্তৃপক্ষ সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ভাড়াটিয়াদের সঙ্গে হাতাহাতি জেরে প্রাণ গেল ১ বাড়ির মালিকের।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
মোঃ ওয়াকিল আহমেদ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাড়ির মালিক ও ভাড়াটিয়ার পরিবারের সদস্যদের হাতাহাতিতে আবুল বাশার (৭০) নামে বাড়িওয়ালার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়ার পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২৯), সোহাগের স্ত্রী আলেহা বেগম (২২) এবং সোহাগের মা ফাতেমা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ভুক্তভোগীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন আটক অভিযুক্তরা। গত ৩ মাস ধরে ঘর ভাড়া পরিশোধ করেননি তারা। এতে বাড়ির মালিক সোহাগ হোসেনকে বাড়ি ছাড়ার কথা জানান।

এ নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত। বাড়ির মালিক সোহাগ হেসেনের ঘরে তালা ঝুলিয়ে দেয়। অভিযুক্ত সোহাগ বাসায় গেট আটকানো দেখতে পান। তখন বাড়িওয়ালার ছেলে নাফিজকে (৩৫) গেট খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

এক পর্যায়ে গেট খুলে দিয়ে নাফিজ উচ্চ মেজাজে ভাড়াটিয়া সোহাগের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় তাৎক্ষণিক নাফিজের ভাই বাধন (৩২) ঘটনাস্থলে এসে বাগবিতণ্ডায় যুক্ত হন। দুই ভাই মিলে ভাড়াটিয়া সোহাগের সঙ্গে হাতাহাতিতে জড়ান। ঝগড়ার আওয়াজ শুনে সোহাগের স্ত্রী ও তার মা এবং বাড়িওয়ালা আবুল বাশার এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। ঝগড়া থামাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আবুল বাশার ধাক্কা লেগে পড়ে যান।
পরে তাৎক্ষণিক আহত অবস্থায় তাকে প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধস্তাধস্তিকালীন ভাড়াটিয়াদের নয় বরং নিজের ছেলে নাফিজের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘৩ মাসের ঘর ভাড়া পাওনা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। তখন নিহত আবুল বাশারকে ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে ফেলে দেন। তিনি আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে খানপুর হাসপাতালে মৃত্যুবরণ করে। আমরা ভাড়াটিয়াদের সঙ্গে সঙ্গে আটক করেছি। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলমান।’

নিজের ছেলের ধাক্কায় আহত হওয়া নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটা আটকদের কথা। তারা এসব বলতেই পারেন।’
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট