1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে: তদন্ত কমিশন

সাকিল আল ফারুকী
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সাকিল আল ফারুকী

ঢাকা, ২৫ জুন:
বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের একাধিক নেতার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ‘বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।

২৫’ই জুন বুধবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম-এর নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, “তদন্তে দেখা গেছে, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা হবে না।”

মেজর জেনারেল ফজলুর রহমান আরও বলেন, “তৎকালীন তদন্ত কমিটি তাদের কাজে চরম অবহেলা করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করেছে।”

তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “তৎকালীন সময়ের বিভিন্ন গণমাধ্যম বিদ্রোহ-পরবর্তী পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভূমিকা রেখেছিল।”

তদন্ত কমিশন জানিয়েছে, স্বাধীনভাবে পরিচালিত এই তদন্তে প্রায় দুই শতাধিক সাক্ষ্যগ্রহণ, নথি পর্যালোচনা ও প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে এই প্রাথমিক ফলাফল উঠে এসেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। সেই হৃদয়বিদারক ঘটনায় সারাদেশে তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তদন্ত কমিশন বলছে, তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট