ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে –
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
“ দুইটি ইসলামী ও একটি নবীন দল বিএনপির বিরুদ্ধে অপ্রচার এবং আবার নির্বাচন প্রলম্বিত করতে যড়যন্ত্র করছে ।
বিএনপি কচু পাতার ওপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে । বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল । জনগণের ভেতরে এই দলের শেকড় । বিএনপি সর্ম্পকে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না ।
নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে চারশত আসনের মধ্যে তিনশত আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে পঞ্চাশ থেকে একশত আসন দেবার কথা বলছেন । , এতই যখন আত্ম বিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে , জনপ্রিয়তা , গ্রহণযোগ্যতা যাচাই করুন ,দেখুন জনগণ কী চায় । এক কাউয়া পালিয়ে গেছে , আরেক কাউয়ার দেখা মিলেছে ।একটি প্রবাদ আছে , ” পাগলের সুখ মনে মনে “ ।
যারা জীবনে ভোট দেয় নাই , জনগণের কাছে ভোট চায় নাই তারা কিনা ভোট ও রাস্ট্র পরিচালনার পদ্ধতি ঠিক করে ! কী সেলুকাস ! বিএনপি অভিজ্ঞতা ও বাস্তবতার নিরিখে কথা বলে ।
গত ১৫ বছর আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস দিয়ে কেউ কেউ বলছেন ধানের শীষ নাকি মানুষ চেনে
না । তাদের উদ্দেশ্যে বলতে চাই , ধানের শীষ মানুষ চেনে কী না , তা আগামী নির্বাচনই বুঝতে পারবেন । পরিস্থিতি অহেতুক উত্তপ্ত করে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে তারা গরম গরম ও হিংসাত্মক বক্তৃতা দিচ্ছে । বিএনপি সেই ফাঁদে পা দেবে না ।
নির্বাচনকে প্রলম্বিত ও অনিশ্চিত করার যড়যন্ত্র এখনও শেষ হয় নাই । যারা লন্ডনে ডক্টর মুহম্মদ ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইম লাইন নির্ধারণে খুশি হতে পরে নাই , নির্বাচন হলে তাদের গুরত্ব কমে যাবে – এই আশংকায় তারা সমস্বরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এবং একই সাথে নির্বাচনকে প্রলম্বিত করতে ব্যস্ত । তারা জাতীয় ঐকমত্য কমিশনকে ব্যবহার করে পরিস্থিতি জটিল করতে তৎপর । দলের সংখ্যা নয় , বাস্তবতা ও অভিজ্ঞতার নিরিখে সংস্কার হওয়া প্রয়োজন । দেশ , জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি যে কোন সাহসী সিদ্ধান্ত নিতে পরে , রাস্ট্র মেরামতের একত্রিশ দফা তার বড় প্রমাণ । বিএনপি জগনের পালস বুঝে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেয় এবং যৌক্তিক যে কোন বিষয় সাদরে গ্রহণও করে । কিন্তু দুই তিনটি দল লন্ডন বৈঠকের পর থেকে ডেডলক সৃস্টির অপচেষ্টা করছে । তারা বিএনপির বিরুদ্ধাচরণ করতে যেয়ে দেশ, জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করছে । ভোগ নয় ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে । ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কোষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না । আগামী দিনের চ্যালেঞ্জ মকাবেলায় নিজেদের প্রস্তুত করতে হবে । শুধু কথামালার আর আশ্বাসের রাজনীতির দিন শেষ । দেশপ্রেম ও নিঃস্বার্থ জনকল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে । “