1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে –

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে –

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

“ দুইটি ইসলামী ও একটি নবীন দল বিএনপির বিরুদ্ধে অপ্রচার এবং আবার নির্বাচন প্রলম্বিত করতে যড়যন্ত্র করছে ।

বিএনপি কচু পাতার ওপর পানি না যে টোকা দিলেই পড়ে যাবে । বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী ও একই সাথে জনপ্রিয় একটি রাজনৈতিক দল । জনগণের ভেতরে এই দলের শেকড় । বিএনপি সর্ম্পকে অপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না ।

নবীন দলের কেউ কেউ আগামী নির্বাচনে চারশত আসনের মধ্যে তিনশত আসন নিজেদের দখলে রাখার আর বিএনপিকে ছাড় দিয়ে পঞ্চাশ থেকে একশত আসন দেবার কথা বলছেন । , এতই যখন আত্ম বিশ্বাস, আর দেরি না করে আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে বলুন সরকারকে , জনপ্রিয়তা , গ্রহণযোগ্যতা যাচাই করুন ,দেখুন জনগণ কী চায় । এক কাউয়া পালিয়ে গেছে , আরেক কাউয়ার দেখা মিলেছে ।একটি প্রবাদ আছে , ” পাগলের সুখ মনে মনে “ ।
যারা জীবনে ভোট দেয় নাই , জনগণের কাছে ভোট চায় নাই তারা কিনা ভোট ও রাস্ট্র পরিচালনার পদ্ধতি ঠিক করে ! কী সেলুকাস ! বিএনপি অভিজ্ঞতা ও বাস্তবতার নিরিখে কথা বলে ।
গত ১৫ বছর আওয়ামী লীগকে হাতপাখা দিয়ে বাতাস দিয়ে কেউ কেউ বলছেন ধানের শীষ নাকি মানুষ চেনে
না । তাদের উদ্দেশ্যে বলতে চাই , ধানের শীষ মানুষ চেনে কী না , তা আগামী নির্বাচনই বুঝতে পারবেন । পরিস্থিতি অহেতুক উত্তপ্ত করে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে তারা গরম গরম ও হিংসাত্মক বক্তৃতা দিচ্ছে । বিএনপি সেই ফাঁদে পা দেবে না ।
নির্বাচনকে প্রলম্বিত ও অনিশ্চিত করার যড়যন্ত্র এখনও শেষ হয় নাই । যারা লন্ডনে ডক্টর মুহম্মদ ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইম লাইন নির্ধারণে খুশি হতে পরে নাই , নির্বাচন হলে তাদের গুরত্ব কমে যাবে – এই আশংকায় তারা সমস্বরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এবং একই সাথে নির্বাচনকে প্রলম্বিত করতে ব্যস্ত । তারা জাতীয় ঐকমত্য কমিশনকে ব্যবহার করে পরিস্থিতি জটিল করতে তৎপর । দলের সংখ্যা নয় , বাস্তবতা ও অভিজ্ঞতার নিরিখে সংস্কার হওয়া প্রয়োজন । দেশ , জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি যে কোন সাহসী সিদ্ধান্ত নিতে পরে , রাস্ট্র মেরামতের একত্রিশ দফা তার বড় প্রমাণ । বিএনপি জগনের পালস বুঝে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেয় এবং যৌক্তিক যে কোন বিষয় সাদরে গ্রহণও করে । কিন্তু দুই তিনটি দল লন্ডন বৈঠকের পর থেকে ডেডলক সৃস্টির অপচেষ্টা করছে । তারা বিএনপির বিরুদ্ধাচরণ করতে যেয়ে দেশ, জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করছে । ভোগ নয় ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে । ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কোষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না । আগামী দিনের চ্যালেঞ্জ মকাবেলায় নিজেদের প্রস্তুত করতে হবে । শুধু কথামালার আর আশ্বাসের রাজনীতির দিন শেষ । দেশপ্রেম ও নিঃস্বার্থ জনকল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে । “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট