জলঢাকায় চায়না জাল পুড়িয়ে দিলেন এসিল্যান্ড।
সামিনুর ইসলাম
জলঢাকা প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় বিভিন্ন স্হানে চালিয়ে ৪০ টি চায়না দুই দুয়ারি জাল পুড়িয়ে দিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বি। গতকাল 23/6/2025 ইং রোজ সোমবার দুপুরে উপজেলার বগুলাগাড়ী, দুন্দিবাড়ি ও বালাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এ চায়না জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই লক্ষ্য টাকা। দেশী মাছ রক্ষাতে উপজেলা মৎস অফিসের আয়োজনে এ অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসন অংশগ্রহণ করে। মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর আইনে এ অভিযান চালানো হয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল আলম বলেন চায়না দুই দুয়াড়ী জাল নিষিদ্ধ করেছে সরকার। এই জাল সংরক্ষণ, বিক্রি, ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশি মাছ রক্ষাতে এ অভিযান অব্যাহত থাকবে।