1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
Logo
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১২:০৫ পি.এম

গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১২ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুমিল্লার কোতোয়ালি থানার মুরাদপুর গ্রামের মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার সোহানা (৩৭), ও তার খালাতো বোন গর্জনখোলা গ্রামের আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)। গজারিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। তিনটি প্লাস্টিকের ব্যাগে কালো রঙের স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল গাঁজাগুলো। ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগেও তারা কুমিল্লায় মাদক মামলায় আটক হয়ে ছিল। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারো মাদক ব্যবসার সঙ্গে জড়িয়েছে।