1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যায় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যায় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার

 

শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উদ্যোগে উক্ত কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রবিবার (২২জুন) সকাল ১১ ঘটিকায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর উদ্যোগে কলেজ-এর হল কক্ষে এইচ এস সি পরীক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠান অত্র কলেজ এর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রভাষক মোঃ মোস্তাহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অত্র কলেজ এর এডহক কমিটির সভাপতি মোঃফজলে রাব্বানী চৌধুরী। অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পরিশ্রমী হতে ভাল মানুষ হতে পরামর্শ প্রদান করেন। তিনি তাঁদের পিতামাতার প্রতি , শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হতে পরামর্শ প্রদান করেন। তাঁদের পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি , ক্যারিয়ার গঠন ও সৎ পথে পরিশ্রম করে উপার্জন করার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষা , নৈতিকতা , আচার আচরণ, ক্যারিয়ার গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।তিনি তাঁর কেন্দ্রে সকল শিক্ষার্থীকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কেন্দ্রে তাদের ইউনিফরম পড়ার তাগিদ প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের ফুলের সাথে তুলনা করে বলেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর শত সহস্র ফুলের মাঝে তোমরাও ফুল হয়ে থাকবে ।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা করেন, তাদের পরীক্ষা ভাল করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন ও তাদের জীবন গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর পক্ষ থেকে প্রধান অতিথি , সভাপতি , গভার্ণিং বডির সদস্যবৃন্দ , শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অনুষ্ঠান চলাকালীন পিনপতন নিরবতা পালন করে অনুষ্ঠানকে সৌন্দর্য্যমন্ডিত করার জন্য। সবশেষে শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন সহকারী ধর্ম শিক্ষক মাওলানা আবু সাইদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট