1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

মহেশখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মহেশখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোহাম্মদ মহি উদ্দিনঃ মহেশখালী

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়,
কক্সবাজার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ জুন (রবিবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মাছুম, উপসহকারী পরিচালক দুদক, কক্সবাজার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রাজেশ খান্না শর্মা, সাধারণ সম্পাদক আনোয়ার আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরাসহ আরো অনেক।

এ সময় বির্তক প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রুপজ খীসা, পজীপ কর্মকর্তা, মহেশখালী, ওয়াকার উদ্দিন, অধ্যাপক, মহেশখালী ডিগ্রি কলেজ, জয়েন শীল, অধ্যাপক, মহেশখালী ডিগ্রি কলেজ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

প্রথম রাউন্ড বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য”। দ্বিতীয় রাউন্ড-“অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” ফাইনাল রাউন্ড- “রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়” এতে পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা যুক্তি তর্ক উপস্থাপন করেন।

বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ- মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,
শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হয়- মোঃ তামিম, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।

এছাড়াও বিতর্কে প্রতিযোগিতায়
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল,বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়, কুতুবজোম অফসোর হাইস্কুল, ছোট মঙ্গোখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, শাপলাপুর উচ্চ বিদ্যালয়সহ মোট ০৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের উপস্থাপনায় উঠে আসে— “দুর্নীতি দমন আইন নয়, জনসচেতনতাই মুখ্য”; “দুর্নীতি রোধে সরকারের চেয়ে গণমাধ্যম বেশি কার্যকর”; “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”—এমন নানা গুরুত্বপূর্ণ মত।

বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট