মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ জুন ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের সার্বিক উদ্যোগ ও তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নে এক বর্ণাঢ্য সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এই সভার মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় ও সক্রিয় করার আহ্বান জানানো হয়।
আলোচনায় বক্তারা বলেন,
> “দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলতে হবে। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপির পতাকাতলে আনতে হবে।”
সভায় বিশেষভাবে জোর দেওয়া হয়:
তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর মধ্যে সমন্বয় ও বোঝাপড়া গড়ে তোলা
দলের গঠনতন্ত্র অনুসরণ করে কাজ করা
আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরির আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ
এবং সাধারণ জনগণের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন ও তাঁদের আস্থা অর্জন।
আলহাজ্ব হাজী মুজিব তাঁর বক্তব্যে বলেন,
> “বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটের অধিকার এবং সুশাসনের জন্য বিএনপি লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
উক্ত সভা প্রাণবন্ত আলোচনা, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে শেষ হয়। স্থানীয় নেতাকর্মীদের মাঝে এ সভা নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়।