📰 শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ নাজিম মিয়া
স্টাফ রিপোর্টার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ জুন ২০২৫:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অসামান্য অবদান রাখায় সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকদের সম্মানিত করতে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শ্রীমঙ্গল নিসচা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন— জনাব আমজাদ হোসেন রনি, সভাপতি, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা ও বিশিষ্ট সাংবাদিক।
সঞ্চালনায় ছিলেন— জনাব উত্তম রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), নিসচা শ্রীমঙ্গল শাখা।
🔶 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব এস এম জালাল উদ্দীন ভূঁইয়া,
পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগ।
🔷 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডা. মোঃ নাজেম আল কোরেশি রাফাত,
উপদেষ্টা, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক গঠনে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন গণসচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ। যারা স্বেচ্ছায় এই আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নিসচার এই সম্মাননা প্রদান কর্মসূচি তরুণ সমাজকে আরও দায়িত্ববান হওয়ার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত কয়েকজন সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবী ও সহযোগীদের হাতে “সম্মাননা স্মারক” তুলে দেওয়া হয়।
📌 উল্লেখ্য, “নিরাপদ সড়ক চাই” (নিসচা) একটি অরাজনৈতিক, জনকল্যাণমুখী সংগঠন, যা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
🔚 প্রেস বিজ্ঞপ্তি
নিরাপদ সড়ক চাই (নিসচা)
শ্রীমঙ্গল উপজেলা শাখা