মোঃ আজাদ হোসেন নিপু
জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুর সদর উপজেলার দক্ষিন জামালপুরে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ মফিজুল ইসলাম সবুজ। তিনি ১৯-০৬-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের দায়িত্ববার গ্রহণ করেন। তিনি এই এলাকায় মাদক, চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন। সন্ধ্যার দিকে প্রেস বিফিং শেষে বিশ্রামে যান এবং পরে স্টাফদের সাথে মতবিনিময় করেন।
আর এদিকে নতুন ইনচার্জ হিসেবে মোঃ মফিজুল ইসলাম সবুজকে পেয়ে উপস্থিত সকল কর্মরত পুলিশ ফুলেল শুভেচছা জানিয়েছেন।
সব শেষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন…