1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ঠাকুরগায় ভয়াবহ সড়ক দু,র্ঘ,ট,না ,, রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অ,ভিযা,নে আ,সা,মী ও ১০ কেজি গাঁ,জা,সহ আ,ট,ক ১ শান্তিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক ময়মনসিংহের গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় মুন্সীগঞ্জে পদ্মায় স্রোতের তীব্রতা কমছে না, ভাঙছে দিঘিরপাড়, রাখিকান্দি ও শম্ভুহালদারকান্দি লোহাগাড়ায় সড়ক দু,র্ঘ,ট,নায় এক ব্যক্তির ম,র্মাহ ত অবস্থা সা,জা,প্রাপ্ত আ,সামি আ,বুল উজ্জ্বল ২৮ বছর পর পুলিশের হাতে গ্রে,ফ,তার বগুড়ায় ঘুমন্ত যুবককে তুলে নিয়ে দু,র্বৃ,ত্ত,দের ছু,রি,কাঘাতে হ,,ত্যা

বানারীপাড়ায় ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ।

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে বেকার যুবক – যুবতী উদ্যোক্তাদের মাজে ঝিনুকে মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
১৯ জুন রবিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ২৫ জন তরুন উদ্যোক্তা ও বেকার যুবক যুবতীদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ঝিনুক বাছাই, ঝিনুকে সিজারের মাধ্যমে  ইমেজ স্থাপন সরাসরি হাতে কলমে শিখানো হয়।
এ প্রশিক্ষন থেকে জানা গেছে, মুক্তা জীবন্ত ঝিনুকের দেহের ভেতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের রত্ন। মুক্তা সৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। মুক্তার প্রধান ব্যবহার অলংকার হলেও কিছু কিছু জটিল রোগের চিকিৎসায় মুক্তা ও মুক্তা চূর্ণ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে মুক্তার চাহিদা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে,  তেমনি ভাবে অভ্যন্তরীণ বাজারেও মুক্তার চাহিদা উল্লেখযোগ্য। মুক্তা চাষ একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। কেননা ঝিনুকে প্রক্রিয়া জলাশয় কে পরিষ্কার রাখে। মুক্তা চাষের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী। তিনি বলেন, ঝিনুক চাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। ঝিনুক থেকে পাওয়া যায় মহামূল্যবান মুক্তা। তাই এই খাতে নজর দেয়া গেলে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, অফিস সহকারী সুমন মিয়া, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
এ প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় সম্পদ ব্যাবহার করে দেশীয় রত্নের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অনেক বেকার যুবক- যুবতীর কর্মসংস্থানের যোগান সম্ভব। স্বল্প খরচ, অনুকুল পরিবেশ, কাঁচা মালের প্রাচুর্যতা সব মিলিয়ে ঝিনুকে মুক্তা চাষ হতে পারে হাজার বেকার কর্মসংস্থানের পথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট