মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
_________________________
ফেনী সদর উপজেলা ৯ নং লেমুয়া ইউনিয়ন মাদক ব্যাবসার নিরাপদ আশ্রায় স্হান।
বিগত আওয়ামী সরকার আমলে যুবলীগীরে শীর্ষ সন্তাসী শংকর শীল ও পঙ্কজ গোস্বামী এবং তাদের পালিত আরও কয়েক জন মিলে প্রশাসনের নাকের ডগায় মাদকদ্রব্যেরে নিরাপদ ব্যবসার স্হান হিসাবে লেমুয়া ইউনিয়ন এর কয়েকটি স্হান কে নিরাপদ স্হান হিসাবে কাজ করছেন। তাদের সেই নিরাপদ স্হান গুলো
১।মধ্যম চাঁদপুর ( দোপা পুকুর পাড)
২। উত্তর চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাশে।
৩।দ: লেমুয়া মালেশিয়া মার্কেট সংলগ্ন।
৪।লেমুয়া- উত্তর লেমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়( বানিজ্যিক এলাকা) ও ইসলামিয়া দাখিল মাদরাসা লেমুয়া ইউনিয়ন পরিষদের পাশে।
৫। লেমুয়া ভুমি অফিসের পিছনে।
বিগত আওয়ামী সরকারের আমলে এরা নিরাপদে ব্যবসা সম্প্রসারণ করেছে। সহযোগিতা করেছিল মোশাররফ হোসেন নাসিম চেয়ারম্যান বিনিময়ে সে তাদের কাছ থেকে সন্তাসী কার্যকালাপের সহায়তা পেয়েছেন।৫ই আগষ্টের পর এরা সবাই পালিয়ে গিয়াছে, কিন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বা ব্যবসা বন্দ হয় নাই।শুধুমাত্র হাত বদল হয়েছে। ইয়াবা,গাজা,নারী সহ এমন কোন কাজ নেই নতুন ব্যবসায়ী দের থেকে বাদ যাচ্ছে না। লেমুয়া ইউনিয়ন বাসীর প্রাণের দাবী প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ সকল মাদক ব্যবসায়ী দের গ্রেফতার করে লেমুয়া ইউনিয়ন এর যুব সমাজ কে মাদকদ্রব্যে হাত থেকে রক্ষা করতে না পারলে অচিরেই যুব সমাজ মাদকাসক্ত হয়ে নষ্ট হয়ে যাবে । লেমুয়া ইউনিয়নের যুব সমাজ কে মাদক গ্রহন থেকে ফিরানো অসম্ভব হয়ে পড়বে।এক মাত্র লেমুয়া বাসীর আশ্রায় স্হান হলো প্রশাসন।প্রশাসনই পারবে লেমুয়া ইউনিয়নের যুবসমাজ কে মাদকদ্রব্য থেকে রক্ষা করতে।