এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার, ফেনী।
৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর চারিগ্রামের খন্ডলহাই বাজারে যাওয়ার একমাত্র সড়কের উপর কালবাট ভেঙ্গে জনদুর্ভোগ।
প্রতিদিন স্কুল কলেজ ও মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী, নারী,পুরুষ,ও জনসাধারণের যোগাযোগের একমাত্র রাস্তায় কালভার্ট ভেঙ্গে রয়েছে দীর্ঘদিন যাবৎ ২৪ এর ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া কালভার্ট পূণ্য নির্মাণ না হওয়াতে মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন যাবত ভেঙ্গে রয়েছে কালভার্ট।
স্থানীয় বাসিন্দা শফিকুর রহমান বলেন কোনরকম বাঁশের চাউনি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ও জনসাধারণ।
অসুস্থ হলে নারীদেরকে হাসপাতালে নিতে হয় অন্য গ্রামের রাস্তা দিয়ে। স্থানীয় বাসিন্দা মিঠু মাস্টার জানান সড়কের উপর দিয়ে কালভার্ট ভেঙে যাওয়াতে মানুষের ভোগান্তির শেষ নেই।
সাবেক ইউপি সদস্য সালেহ আহাম্মদ জানান প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হচ্ছে।
মসজিদের ইমাম মাওলানা আতিকুল ইসলাম বলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছিলাম এরপর পরিদর্শন করে গেছে কিন্তু আর কোন খবর নেই।
বক্সমাহমুদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী মিনার বলেন চারিগ্রাম থেকে খন্ডলহাই বাজার যাওয়ার একমাত্র সড়কে কালবার্ট ভেঙ্গে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগ আমি উপজেলা প্রশাসন, এলজিইডি ও ফেনী জেলা পরিষদ এর দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব কালবাট পূর্ণ নির্মাণ করে দেওয়ার জন্য।