1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

টঙ্গীর গানের আসর ঘিরে রহস্যজনক নিখোঁজ ।

সাকিল আল ফারুকী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাকিল আল ফারুকী

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার তুরাগ নদীর পাড় ঘিরে প্রতিদিন রাতে বসে কথিত “গানের আসর”। স্থানীয়দের ভাষায়, এইসব আসরে প্রতি রাতেই চলে গান এই গানকে কেন্দ্র করে কিছু লোক ফায়দা লুটছে জমে উঠেছে মাদক, উচ্ছৃঙ্খলতা ও অপরাধের আসর। আর এইসবের মাঝেই ৯ জুন ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মোঃ নাসির (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর।

নাসিরের পরিবার জানায়, সে প্রতিদিনের মতো সেদিন রাতেও গান শুনতে বের হয় এবং আর ফিরে আসেনি। ভোর ৫টা ১৮ মিনিটে তুরাগ নদীর পাড়ের একটি সিসিটিভি ফুটেজে নাসিরকে একা হাঁটতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই আরও দুই যুবককে ওই পথে নাসিরের পিছু হেঁটে যেতে দেখা যায়। এরপরই ভিডিওতে নাসিরের কান্নার আওয়াজ শোনা যায়—কিছুক্ষণের মধ্যেই সেই কান্না থেমে যায়। ওই দুই যুবক পরে ফিরে এসে সাদা বস্তা জাতীয় কিছু হাতে নিয়ে আবার সেই দিকে চলে যায় যেদিকে কান্নার আওয়াজ এসেছিল।

নিখোঁজ নাসির মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ হানিফ (৭৫) এর ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব আরিচপুর বউবাজার এলাকায় ভাড়া থাকেন। নাসিরের বাবা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরের তুরাগ বাজার, আরিচপুর, তারগাছ, বড়বাড়ি, জয়বাংলা রোড,মাজার বস্তি, হুন্ডা রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বাউল গানের আসর সেই গানকে কেন্দ্র করে কিছু সংখ্যক অসাধু লোক ফায়দা লুটছে বিভিন্ন গানের আসরের আসেপাশেই চলে মাদক, ছিনতাই ও চোরাকারবার।
গানের আসরে আসেন বড় বড় দাদাভাই চলছে বান্ডিলে বান্ডিল, টাকার ছোড়াছুড়ির খেলা, পরকীয়া মানহানি অশালীন নাচসহ নানা অপরাধের আখড়া তৈরি হয়েছে এইসব আসর ঘিরে।
তাদের দাবি, এসব বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

নাসিরের রহস্যজনক নিখোঁজ ও এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট