সাকিল আল ফারুকী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির অংশ হিসেবে দক্ষিনখান থানার ৫০নং ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ই জুন) কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে সরকারের দুঃশাসন, দুর্নীতি ও স্বৈরাচার বিরোধী বার্তা তুলে ধরেন এবং জনগণকে আগামী দিনে গণআন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এই ৩১ দফা শুধুমাত্র একটি দলের ইশতেহার নয়, এটি একটি নতুন ও মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাজার, গলি ও বিভিন্ন জনসমাগম স্থানে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপি দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি ঘোষণার পর সারা দেশে বিভিন্ন পর্যায়ে তা প্রচার ও জনগণের মাঝে ছড়িয়ে দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।