মোঃ ফখরুল ইসলাম, প্রভাতী বাংলাদেশ
চট্টগ্রাম বাঁশখালীতে ড্রোন নির্মাতা আশিরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন বি এন পির জাতীয় নেতা রুহুল কবির রিজভী।
জানা যায় যে, বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, রাজনৈতিক সফরের বাইরে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির কে দেখতে আসলেন বি এন পি নেতা জনাব রুহুল কবির রেজভী।
ড্রোন নির্মাতা বাঁশখালীর আশিরের
পাশে দাঁড়িয়েছেন এ আর্তিক সহযোগিতা করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক সংগঠন “আমরা বিএনপি পরিবার”এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
আজ (১৬ জুন) সোমবার সকাল ১১টার সময়ে বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ড্রোন নির্মাতা মোহাম্মদ আশিরের বাড়িতে পৌঁছেন”আমরা বিএনপি পরিবার”এর একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও “আমরা বিএনপি পরিবার”এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় প্রতিনিধি দলটি মোহাম্মদ আশিরের সঙ্গে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন।
এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশিরের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।
মোহাম্মদ আশিরের সঙ্গে সাক্ষাৎকালে “আমরা বিএনপি পরিবার”এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, আবুল কাশেম,সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ীসদস্য জাহেদুল ইসলাম রনি,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক জনাব মোঃ ইদ্রিস মিয়া,সদস্য সচিব লায়ন হেলাল উদদীন, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা,জহিরুল ইসলাম আলমগীর, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী,আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলী,সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, পৌর বিএনপি নেতা রাসেল ইকবাল মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।