আর কত কাল কোর্টের বারান্দায় থাকবো।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনীতে বি এন পি করে এমন কোন লোক ছিল না বিগত ১৭ বছর ফেনী কোর্টের বারান্দায় আসতে হয় নাই।তারই দ্বারা বহিকতায় ফেনী জেলা বি এন পি যুগ্ন সম্পাদক ভিপি বেলাল,লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান [ সাবেক বি এন পি র] সভাপতি ফেরদৌস আহমেদ কৌরাইশী, লেমুয়স ইউনিয়ন ছাএদলের সাবেক সভাপতি ফেনী জেলা ছাত্রদলের সহ সভাপতি এজিএম ওসমানী মাহফুজ, যুবদল নেতা কামাল উদ্দিন মুন্সি নিজাম উদ্দিন সহ অনেকেই বিগত আওয়ামী সরকার রোশনলে পড়েন ৬_৭ টি গায়েবি মামলা মাথায় নিয়ে ১৭ বছর ফেনী কোটের বারান্দায় আসতে হচ্ছে। এদের মাঝে কেউ কেউ অর্থনৈতিক ভাবে দূর্ভল হচেছন, তারপর ও ফেনীতে আনন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল সবচেয়ে বেশী।আজ সকলে ১০. ৩০ মিনিটে আমি ব্যক্তিগত কাজে মাননীয় ডিসি মহোদয় এর সাথে দেখা করতে গিয়ে তাদের সাথে দেখা হয়।জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ভিপি বেলাল ভাই আক্ষেপ করে বলেন বিগত ১৭ বছর গায়েবী মামলা মাথায় নিয়ে কোটের বারান্দায় ঘুরতেছি।
ফেরদৌস আহমেদ কৌরাইশী বলেন কবে যে এ মামলা গুলো থেকে মুক্তি পাবো একমাত্র আল্লাহ ভালো জানেন।