1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক ময়মনসিংহের গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় মুন্সীগঞ্জে পদ্মায় স্রোতের তীব্রতা কমছে না, ভাঙছে দিঘিরপাড়, রাখিকান্দি ও শম্ভুহালদারকান্দি লোহাগাড়ায় সড়ক দু,র্ঘ,ট,নায় এক ব্যক্তির ম,র্মাহ ত অবস্থা সা,জা,প্রাপ্ত আ,সামি আ,বুল উজ্জ্বল ২৮ বছর পর পুলিশের হাতে গ্রে,ফ,তার বগুড়ায় ঘুমন্ত যুবককে তুলে নিয়ে দু,র্বৃ,ত্ত,দের ছু,রি,কাঘাতে হ,,ত্যা গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পেটের ক্ষুধায় নন-এমপিও শিক্ষকদের মৃ,,ত্যু — বেতনপ্রাপ্তদের নিয়েই ব্যস্ত কর্তৃপক্ষ সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-

ভবানীপুর থেকে প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ভবানীপুর থেকে প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র।
মো: মাহবুবুল আলম উপজেলা প্রতিনিধি। ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় ২০০৮ সালে, ফুলবাড়িয়া বীমা কার্যক্রম শুরু করে “ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড”।
(প্রধান কার্যালয় টি কে ভবন ১৪ তলা/ ১৩ কাওরানবাজার। ঢাকা ১২২৫ বাংলাদেশ।)
ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে এই কোম্পানির এজেন্ট নিযুক্ত হন মোঃ সিদ্দকুর রহমান (চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ভবানীপুর ফাজিল ডিগ্রী মাদ্রাস)। ভুক্তভোগী ও এজেন্ট আবুবক্কর সিদ্দিক এর তথ্য মতে ২০০৮ সালে এই বীমা কোম্পানি একক বীমা ও ক্ষুদ্র বিমা নামে দুটি প্রকল্প চালু করে। ক্ষুদ্র বিমান মেয়াদ থাকে দশ বছর এবং একক বীমার মেয়াদ হয় ১২ বছর। এ এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ জন গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলন করেন আবু বকর সিদ্দিক এবং তার টাকাগুলো সঠিকভাবে নিকটস্থ আছিম শাখায় জমা দুয়ে অনলাইন রিসিপ্ট সংগ্রহ করেন। এভাবেই গ্রাহকগণ তাদের কষ্টার্জিত অর্থ এই বীমা কোম্পানিতে জমাতে থাকে। এক সময় কোম্পানির পলিসি অনুযায়ী ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়। এ সময় অনেকে তাদের সঞ্চয় বহি (পাস বই) আছিম কার্যালয়ে জমা দেয়। গ্রাহকদের কে এ শাখা থেকে অনলাইনের রিসিপ কপি প্রদান করা হয়। এরপর পেরিয়ে যায় দীর্ঘ সময়। গ্রাহকেরা দীর্ঘদিন অফিসের মাধ্যমে যোগাযোগ করেও কোন ধরনের অর্থ পাওয়ার আশ্বাস মিলেনি। এমনকি এই কোম্পানি নতুন গ্রাহকদের কাছ থেকে এখনো বীমার পলিসি অনুযায়ী টাকা জমা নিচ্ছে । উপায়ান্তর না দেখে পুরাতন গ্রাহকরা পরিশেষে শরণাপন্ন হয় “দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধির নিকট এবং তাদের সমস্ত অভিযোগ বর্ণনা করে।
নিম্নে কয়েকজন ভুক্তভোগীর নাম এবং পলিসি নাম্বার উল্লেখ করা হলো।
ক্ষুদ্র বীমা
১।মোসাম্মৎ রাহেলা পলিসি নং ০৫৭০০০১৮৯৬।
২।রাশিদা পলিসি নং ০৫৭০০১৭৬৩/৮।
৩।কবির পলিসি নং ০৫৭০০০১৮২১/১
৪।রমিছা পলিসি নং০৫৭০০৮৬৯৪।
৫।নূরুজ্জাহান পলিসুনং নাম্বার ০৫৭০০০১৮২০/৪
একক বীমা
৬।আত্ম সাত্তার ৮১০০০০৪৮৫৬-১
৭।শাহ আলম-৮১০০০০৫৬৭০
৮।আবু সাইদ -৮১০০০০৪৮৫৩
৯।রমজান আলী ৮১০০০০৪৭২৯-০
ভুক্তভোগীরা একাধিকবার স্থানীয় এজেন্ট/শাখা অফিসের মাধ্যমে যোগাযোগ করেও টাকা না পেয়ে অনেকটা হতাশায় ভুগছে। তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে করে অতি দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের জমানো অর্থ বীমার পলিসি অনুযায়ী ফেরত পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট