1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

ইসলাম প্রচারে অনন্যা দৃষ্টি স্থাপন করে গেছেন প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রচারক মহাপুরুষ

সাজেদুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

সাজেদুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ

জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রচারক মহাপুরুষ শাহসূফী হযরত কোরবান আলী পীর সাহেব (রঃ) বাংলা ১৩২৯ সালে চকভারুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খাদেম উদ্দিন ওরফে খোদাবক্স ও মাতার নাম গরীবুন নেছা। তাঁর পিতা অত্র এলাকার একজন পন্ডিত ব্যক্তি ছিলেন।

সে সময় কাগজের বেশি প্রচলন ছিল না বিধায় তিনি ছেলেদের তেঁতুলের বিচি দ্বারা গণনা শিক্ষা ও তালপাতায় হস্তাক্ষর শিক্ষা দিতেন। তিনি অত্যাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন। এলাকাতে তাঁর জ্ঞানের প্রভাব এতদূর ছড়িয়ে পড়েছিল যে মানুষ কোন বিপদ বা সমস্যা নিয়ে তার কাছে আসলে সৎ পরামর্শ ও সুষ্ঠু সমাধান বলে দিতেন।

বাংলা ১৩৪৭ সালে ১৮ বছর বয়সে দোগাছি গ্রামে এক পরহেজগার পরিবারে হযরত পীর ছাহেব কেবলার বিবাহ করেন। তার শ্বশুরের নাম আলহাজ্ব মিয়াজন আলী। হুজুর কেবলা (র) বাংলা ১৩৫১ সালে তরিকতের বায়াত গ্রহণ করার জন্য ফুরফুরা শরীফের গমন করেন।

ইংরেজি ১৯৬০ সালে ২২ জন সঙ্গীসহ হুজুর কেবলা হজ্বে গমন করেন। হুজুর বলেন হজ্বে গিয়ে যত জায়গা জিয়ারত করি আমি শুধু কাঁদি আর কাঁদি। মরহুম হুজুর কেবলার শিক্ষা প্রচারে নিমিত্তে বহু মাদ্রাসা,মসজিদ, ঈদগাঁ, হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন।

চকভারুনিয়া তে মাদ্রাসা মসজিদ ও ঈদের জামাত কায়েম করেন। হুজুর কেবলার ওয়াজ নসিহত, কেতাব প্রণয়ন, স্বাভাবিক চরিত্র, ইবাদত-বন্দেগী জনসেবা ও দ্বীনের খেদমত আর বহু বিষয়ে ইসলামের খেদমত জনহিতকর কাজ সমাপ্ত করার পর মহান আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাকে ডেকে নেন।
রমজানের অর্ধেক যেতেই হুজুর অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। দিন দিন শরীর খারাপ হচ্ছিল। উদারাময় দেখা দিলে জয়পুরহাটের বিশিষ্ট ডাক্তারদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করা হচ্ছিল। এমনকি হুজুর কেবলা স্নেহের খাদেম ও মুরিদ জয়পুরহাটের জিয়াউল হক রানা চৌধুরীর গাড়িতে দিনরাত ডাক্তারগণ হুজুর কেবলার চেকআপের জন্য আসা-যাওয়া করেছেন। ডাক্তার চকভারুনিয়াতে ও জয়পুরহাটে বোর্ড বসাতেন হুজুর কেবলার আরোগ্যের ব্যবস্থাপত্র দেওয়ার জন্য।

ইংরেজি ১৬ ই ডিসেম্বর ২০০১ হিজরী ১৪২২, ২৬ রমজান দিনগত রাত অর্থাৎ লাইলাতুল কদর রাত্রিতে ইসলামের ঝান্ডাবাহী এই বীর সেনাপতি তামাম আত্মীয়-স্বজন মুরিদ মোতাকেদেরকে শোক সাগরে ভাসিয়ে এহধাম ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে রওয়ানা হলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১২ ডিসেম্বর ২০০১ সনের শুক্রবার দিন জুমার নামাজ হুজুর কেবলার বড় জামাতা হযরত মুহাম্মদ ফজলুল হক সাহেবের ইমামতিতে সু-সম্পন্ন হয়। হুজুর কেবলার ইচ্ছা মোতাবেক তার প্রতিষ্ঠিত খানকা শরীফ এর দক্ষিণ পার্শ্বে আসরের নামাজের পূর্বেই তাকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে সমাপ্ত হয় উত্তরবঙ্গের ধর্মপ্রচারক এক মহাপুরুষের বর্ণাঢ্য কর্মযজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট