সাহের আলী, দৈনিক প্রভাতী বাংলাদেশ
তারিখঃ০৯/০৬/২০২৫ইং কুড়িগ্রাম রৌমারী দীর্ঘ দিন পর ২ নং শৌলমারী ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আব্দুল মালেক মুক্তার সদস্য ২ নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের মনিরুজ্জামান আহ্বায়ক,মোফাজ্জল যুগ্ন আহ্বায়ক, মোঃ আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বাক,মোজাফর হোসেন মেম্বার যুগ্ম আবায়েক, ডাঃ সাইফুল ইসলাম যুগা আহ্বায়ক, রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, আবু বক্কর সিদ্দিক যুগ্ম আহবায়ক,জয়নাল আবেদীন ডাংগুয়াপাড়া যুগ্ম আহ্বায়ক,প্রভাষক নাসির উদ্দিন সদস্য সচিব।
জয়নাল আবেদিন মাস্টার সদস্য,মিজানুর রহমান মিনু চেয়ারম্যান সদস্য,এনামুল হক মাষ্টার সদস্য, জামাল উদ্দিন সাবেক মেম্বার সদস্য,আয়নাল হক সাবেক মেম্বার সদস্য, আব্দুল কাইয়ুম সাবেক মেম্বার সদস্য, আব্দুল সবুর সাবেক মেম্বার সদস্য,আব্দুল রহিম আব্দুল্লাহ চরের গ্রাম সদস্য,নজরুল ইসলাম ডাংগুয়া পাড়া সদস্য, তমছের আলী ড্রাইভার ওকড়া কান্দা সদস্য,আশরাফুল ইসলাম অবঃ আর্মি চেংটা পাড়া সদস্য, আবুল বাশার বাদশা মাঠের ভিটা সদস্য,ফারুক আহমেদ শৌলমারী সদস্য, শাহজাহান আলী বাতার গ্রাম সদস্য,খুরশিদ আলম বেলাল সদস্য,আব্দুল হান্নান বাউশমারী সদস্য, আওলাদ হোসেন মাঝি পাড়া
সদস্য, রুহুল আমিন মোল্লার চর সদস্য, শাহাজামাল গয়টা পাড়া পাড়া সদস্য,খইমুদ্দিন লাউবাড়ী সদস্য,আব্দুল মালেক মুক্তার (চর বোয়ালমারী)সদস্য।