ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হলো “তারুণ্যের ঈদ উৎসব”
মাহবুবুল আলম। উপজেলা প্রতিনিধী, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
আজ সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায়, মাহবুবুর রশিদ ফরাজীর সভাপতিত্বে এবং এম এইচ, জুবায়ের এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান “তারুণ্যের ঈদ উৎসব” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ’ সামাজিক ব্যক্তিত্ব, অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর জসীমউদ্দীন। আরো স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন। এসময় উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে তরুণ সমাজ, যুব সমাজের উপস্থিতি অনুষ্ঠানটির প্যান্ডেল কানায় কানায় ভরে যায় ।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা হামদ,নাত, কবিতা আবৃতি ও ইসলামী সংগীতে ঈদের এই অনুষ্ঠানটি ঈদ আনন্দ পূর্নতা লাভ করে। অতিথিদের বক্তব্য শেষে ১৩ টি ইউনিয়নে বিশেষ আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৩ নং ভবানীপুর ইউনিয়নের দায়িত্বপান” মাওলানা শফিকুল ইসলাম”। দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।