মোঃ আরিফুল ইসলাম (মিল্টন
নাজিরপুরে পানিতে পড়ে শিশু মৃত্যুবরণ করেন। নাজিরপুর উপজেলার পশ্চিম ছোট বুইছাকাটি গ্রামের আনসার চৌধুরীর ছেলে মোঃ বাইজিদ চৌধুরী ( ৯) নিজ বাড়ির পাশে খালে পরে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০ ঘটিকার সময় বাইজিদ চৌধুরীর দাদা বাড়িতে, বাইজিদ দীর্ঘদিন যাবত তার নানা বাড়ি রূপসায় খুলনায় পড়াশুনা করতো কিন্তু এই ঈদুল আজহার উপলক্ষে তার দাদা মোঃ সালাম চৌধুরীর জন্য কোরবানির গোস্ত নিয়ে তার মামার সাথে দাদা বাড়িতে আসেন। বাইজিদের মামা বলেন যে আমি বাইজিদকে তার দাদির কাছে দিয়ে আমার স্ত্রী ক্লিনিকে সিজারের মাধ্যমে বাচ্চা হয়েছে আমি সেখানে চলে আসি। আশার কিছুক্ষণ পরে আমাকে টেলিফোনে বাইজিদের দাদা বলে যে বাইজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজির পরে বাইজিদকে পাশের খালের মধ্যে উপুর অবস্থায় তার দাদা সালাম চৌধুরী দেখতে পায়, দেখা মাত্রই তড়িঘড়ি করে উঠিয়ে ভ্যান যোগে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাজহারুল আলম বলেন যে বাইজিদ আর বেঁচে নেই। এবং তিনি আরও বলেন যে বাইজিদ পানিতে পড়েই মারা গিয়েছেন।প্রত্যক্ষদর্শী বাড়ির পাশের ইদ্রিস আলী বলেন যে বাইজিদ আজ ১০/০৬/২০২৫ ইং তারিখ খুলনা থেকে তার দাদা বাড়িতে আসেন এবং আসার পরে বায়জিদ তার দাদা বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে মারা যান। নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল মাহামুদ ভূইয়া বলেন যে বাইজিদ বিগত দিন এসে এই খালের মধ্যে পানি কম থাকায় গোসল করত কিন্তু খালটি নুতন খনন করায় পানির গভীরতা অনেক বেড়ে যায় কিন্তু বাইজিদ ছোট বাচ্চা থাকায় বুঝতে পারে নাই সে বিগত দিনের নেয় একই খালে গোসল করতে নামে, গোসল করতে নেমে পানিতে তলিয়ে বাইজিদের মৃত্যু হয়।