গফরগাঁওয়ে বিএনপি নেতার ঈদুল আযহার উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ
ঈদ-উল-আযহা উপলক্ষে মশাখালি ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান সাহেব ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদের এই সৌহার্দ্যময় মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিএনপির সংগঠনকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় বিভিন্ন ইউনিয়নের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিএনপি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।তাদের মাঝে উপস্থিত ছিলেন গফরগাঁও বিএনপির সাবেক সদস্য আহমেদ, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায় মাহমুদুল হাসান মামুন, পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান, মুকুট, যুবদল নেতা পিয়াস আহমেদ, আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,