রৌমারীতে পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় করা হয়।
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারী উপজেলাধীন ২ নং শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গয়টাপাড়া জামে মসজিদ মাঠ পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় করা হয়। আজ শুক্রবার ৬ জুন ২০২৫ইং সকাল ৮ টা ৫ মিনিটের দিকে সৌদি আরবের সাথে মিল রেখে ৮৭ জন পুরুষ ও পর্দার বেষ্টনীর মধ্যে নারী মুসল্লীর সমন্বয়ে ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হয়।
যারা নামাজে অংশ গ্রহণ করেন তারা হলেন গয়টাপাড়া গ্রামের গুটিকয়েক জন ও বিভিন্ন এলাকা থেকে আগত ২,৪ জন মিলে ৮৭ জন পুরুষ মুসুল্লি ও কয়েকজন নারীর উপস্থিতিতে নামাজ সম্পুর্ন করেন।এসময় নামাজে ঈমামতি করেন হিজবুল্লা।
সকাল ৮ টা ৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়ে ৮টা ২০ মিটিটে নামাজ শেষ হয়। পরে ১৫ মিনিট খুৎবা পাটের মধ্যদিয়ে ৮টা ৩৫ মিনিটে নামাজের সমাপ্তি করেন।