ঈদ সামগ্রী বিতরণ করলেন “প্রবাসী একতা সংগঠন “।
মো :মাহবুবুল আলম। উপজেলা প্রতিনিধি,ফুলবাড়িয়া ময়মনসিংহ।
আজ ময়মনসিংহ জেলর। ফুলবাড়িয়া থানার। ভবানীপুর ইউনিয়নে। ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে, গরিব দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অতীতের হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিনুল ইসলাম বাবলু মাস্টার,আলী হোসেন মাস্টার,মোফাজ্জল হক মাস্টার,সোলাইমান মাদু, মশিউর রহমান, নুরুল ইসলাম, প্রবাসী একতা সংগঠনের গর্বিত সদস্য আব্দুল কাদের, আবু ইউসুফ, মাওলানা সজীব হোসেন সহ আরো অনেকে। এ সময় উপস্থিত অতিথিগণ প্রবাসীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদে প্রতিটা পরিবার আনন্দের সাথে ঈদ উপভোগ করুক হে আশাবাদ ব্যক্ত করেন। যারা অর্থাভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে অক্ষম ছিল, এই প্রবাসী একতা সংগঠনটি মোট ১০ প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৫০টি পরিবারের মাঝে তুলে দেন। এ সময় গরিব দুস্থ অসহায় মানুষগুলো ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা কৃতজ্ঞতা স্বরূপ প্রবাসী একতা সংগঠনের সভাপতি “এনামুল হক “সহ তার কার্যকরী পরিষদের সকল সদস্যদের কে কৃতজ্ঞতা জানান। সেই সাথে প্রত্যেকটা প্রবাসীদেরকে প্রাণ ভরে দোয়া করেন। তারা যেন সুস্থতার সাথে তাদের কর্মজীবন শেষ করে আর্থিক সমৃদ্ধি নিয়ে দেশে এসে পরিবারের মাঝে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে পারে। এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য স্থানীয়ভাবে সহযোগিতা করেন, আব্দুল মোতালেব, শাকিল আহমেদ, মাহাবুবুল আলম এবং সজীব হোসেন।সংগঠনের পক্ষ থেকে আব্দুল কাদের জানান আগামীতে সমাজের কল্যাণময় কাজগুলো করার জন্য “একতা প্রবাসী সংগঠন” অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে মাওলানা সজীব হোসেনের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।