অতি বৃষ্টিতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
মো:রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুর
টানা কয়েকদিনের টানা বর্ষণে ফরিদপুর টু বরিশাল মহাসড়কের বহু অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার সড়কের পিচ উঠে গিয়ে কাঁদায় রূপ নিয়েছে রাস্তা। যান চলাচলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে করে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
স্থানীয়রা জানিয়েছেন, সড়কের সংস্কার না থাকায় কয়েক বছরের পুরনো পিচ ও কার্পেটিং ভেঙে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা কিছু অংশ এবং বরিশালমুখী কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
একজন বাসচালক বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই। এখন তো রীতিমতো যুদ্ধ করে গর্ত এড়িয়ে গাড়ি চালাতে হয়। এতে গাড়ির ক্ষতি হচ্ছে, যাত্রীদেরও সমস্যা হচ্ছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) জরিপ শুরু করেছে এবং সংস্কারকাজ শিগগিরই শুরু হবে বলে জানান তারা.
অবিলম্বে রাস্তা সংস্কারের কার্যকর উদ্যোগ না নিলে দুর্ভোগ আরও বাড়বে, যার প্রভাব পড়বে পণ্য পরিবহন, জরুরি সেবা ও সাধারণ যাতায়াত ব্যবস্থায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ মানুষ।