সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি ৫০৯ তম শাখার শুভ উদ্বোধন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মোঃ হামিদুর রহমান
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংকের ৫০৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ রকিবুল্লাহসহ ব্যাংকেরকাছে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।আমার
আলোচনা পর্বে বক্তারা বলেন, “সাপাহারকে আমেরআমার রাজধানী বলা হয়। এ অঞ্চলের কৃষি ও ব্যবসাআমার প্রসারে পূবালী ব্যাংক সর্বাত্মক সহযোগিতা করবে। এই মৌসুমে ব্যবসায়ী ওথানা উদ্যোক্তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ সেবা ও আর্থিক থেকে সুবিধা পাবেন।”
তারা আরও বলেন, “যেখানে দেশের অনেক ব্যাংক আমানতের সুরক্ষায় সমস্যায় পড়ছে, সেখানে পূবালী ব্যাংক গ্রাহকদের আমানত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সকল আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করছে।”
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।