1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎মোংলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন মান্দায় সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মমতাজুল ইসলামের বিদায় সংবর্ধনা আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা সহ দেশব্যাপী সন্ত্রাসী হামলায় আহত-নিহতদের স্মরণে দোয়া মাহফিল কাপাসিয়া চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে এখন আওয়ামীলীগ নাই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে- আলতাফ হোসেন চৌধুরী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা পেলেন 2 নং ইউনিয়ন বাসি সহযোগিতায় সাফিত কুড়িগ্রামে উৎসব মুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত জমির মামলায় হয়রানি, আ: লীগের দাপট দেখিয়ে ফেসবুকে অপপ্রচার গাজার গণহত্যায় ভারত সরকারের নীরব সমর্থনের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর

মৌলভীবাজারে ৬ দিনব্যাপী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসবে শতকন্ঠে গীতা পরায়ন

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

মৌলভীবাজারে ৬ দিনব্যাপী ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শিবকল্প শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান মহোৎসব ও হরিনাম সংকীর্তন সোমবার (২ জুন) রাত ৯টায় মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন এবং ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের শুভ অধিবাসের সমাপ্তি করা হয়।

মঙ্গলবার (৩ জুন) মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুরস্থ শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘের আয়োজনে ও ১৩৫তম তিরোধান উৎসব উদযাপন কমিটির পরিচালনায় তিরোধান মহোৎসব সকাল ৭টায় পূজার্চ্চনা ও অঞ্জলি প্রদানের মাধ্যমে শুরু হয়। সকাল ৮টায় শতকন্ঠে শ্রীমত ভাগবত গীতা পরায়ন, সকাল পৌনে ১২টায় বিশ্বশান্তি কল্পে সমবেত প্রার্থনা, দুপুর ১টায় বড়লেখার শ্রীযুক্তা সপ্তা রানী দাসের পরিবেশনায় পদাবলী কীর্তন অতপর রাত ৮টায় সিলেট বালাগঞ্জের শ্রী রুম ধরের পরিবেশনায় শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন।

বিশ্বশান্তি কল্পে সমবেত প্রার্থনাপূর্ব আলোচনায় লোকনাথ সেবাশ্রম স্থায়ী কমিটির সভাপতি অমলেন্দু দেবরায়ের সভাপতিত্বে নবজীবন গোস্বামী, চন্দন রায়, রজত দাশ মনি, রিপন দে, চাম্পা লাল বৈদ্য, নিতাই দাশ, বিমল দেবনাথ, রাজ সরকার, বিজন কান্তি পাল, রিপন কান্তি ধর, বিশ্বজিত দেব, রবিলাল বর্ধন, অর্পনা দত্ত, চিত্রা রায়, সুমতি দাশ প্রমুখ অংশগ্রহণ করেন। এসময় সেবাশ্রমের অন্যন্য নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুধবার ব্রহ্মমুহুর্ত হতে শুক্রবার সূর্যদ্বয় পর্যন্ত (৪ থেকে ৬ জুন) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রতিদিন দুপুর ১টায় মহাপ্রভুর বিশেষ পূজার্চ্চনা, আরতি ও ভোগরাগ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত খ্যাতনামা কীর্তনিয়ারা নগর পরিক্রমা ও হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। শনিবার (৭ জুন) শ্রীশ্রী হরিনাম সমাপন ও নগর পরিক্রমা অনুষ্ঠানে সকাল ৯টায় দধিভান্ড ভঞ্জন, পূর্ণা কীর্তন অতঃপর মোহন্ত বিদায়ের মাধ্যমে ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি করা হবে।

শ্রী বিনোদ বিহারী সম্প্রদায় (ভোলা), শ্রী অচ্যুতানন্দ সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী ব্রজনন্দন সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রী গোলের রাখাল সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী হরিনাম সম্প্রদায় (কিশোরগঞ্জ) এবং শ্রী আশ্রম সম্প্রদায় (মৌলভীবাজার) এর মহানামসূধা পরিবেশনায় প্রতিদিন বাল্যভোগ ও রাজভোগের মহাপ্রসাদ বিতরণ করা হবে। সমস্ত অনুষ্ঠানমালা এবং ২৪ প্রহরব্যাপী মহাযজ্ঞের প্রতিটি পর্বে হরিভক্তের স্নিগ্ধ সুন্দর উপস্থিতি কামনা করেছেন ১৩৫তম তিরোধান উৎসব উদযাপন কমিটির সভাপতি ডাঃ হেমন্ত কুমার দাস ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট